মালদা

ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কালিয়াচকের ৬টি গ্রাম পঞ্চায়েতের মানুষ

সোমবার বিকেলে আচমকা ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জমির ফসল থেকে গ্রামের মানুষের ঘর বাড়ির সমস্ত কিছু। এদিন ঝড় বৃষ্টির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে কালিয়াচক ৩ নম্বর ব্লকের বহু গ্রাম।
    কালিয়াচকের ৩ নম্বর ব্লকের অন্তর্গত ৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বেদরাবাদ, বীরনগর এক, বীরনগর দুই, লক্ষ্মীপুর, সাহাবানচক, বাখড়াবাদ এছাড়াও বহু গ্রাম সোমবারে হওয়া ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দিনের ঝড়ে ওই সমস্ত এলাকার জমির প্রায় ১০ হাজার হেক্টর ভুট্টার ক্ষতি হয়েছে। এর পাশাপাশি আম, লিচু ছাড়াও জমির বহু ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুত পরিষেবা। বহু গাছপালা গ্রামের মানুষের বাড়ির ওপর পরেছে। ফলে বহু মানুষের বাড়ি ঘর ভেঙে যাওয়ায় তাদেরকে ঘর ছাড়া হতে হয়েছে। কেউ নিজের আত্মীয়র বাড়িতে, কেউ বা দিন কাটাচ্ছে গাছের নিচে। গ্রামে থাকা বহু বড় বড় গাছ শিকড় উপরে মাটিতে পরেছে। বৈষ্ণবনগর থানার আই সি সঞ্জয় বিশ্বাস এবং বিডিও দুলাল চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে এদিন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করা হয়। এবং ক্ষতিগ্রস্ত পরিবার গুলির জন্য ত্রানের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।